অবশেষে বুধবার সকাল ৭টায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সাংবাদিক তানভীরহাসান তানু ও রবিউল এহসান রিপন হাজির হন ওই বৃদ্ধার বাড়িতে।
জেলা প্রশাসকের উপস্থিতির খবর শুনে সেখানে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাআরিফ বেগ, ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ এলাকারগণ্যমাণ্য ব্যক্তিরা হাজির হন। পরে সবার উপস্থিতিতে তাসলেমা খাতুনকেঅ্যাম্বুলেন্সযোগে ঠাকুরগাঁওয়ের পথে রওনা হন। এরপর দুপুর ১২টায় তাসলেমাখাতুনকে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সরাসরি তত্ত্বাবধানে ঠাকুরগাঁও সদরহাসপাতালে ভর্তি করা হয়
ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, রাতে সংবাদকর্মীদেরমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। সকালে এসে ডিসি স্যার ও দুজন সাংবাদিক বৃদ্ধমাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে নিয়ে যান।